Friday, August 22, 2025
HomeScrollআসছে দেব-মিঠুনের ‘প্রজাপতি ২’

আসছে দেব-মিঠুনের ‘প্রজাপতি ২’

কলকাতা:বসন্ত পঞ্চমীতে মহাচমক দেবের। প্রযোজক অতনু ঘোষের সঙ্গে ছবির ঘোষণা করলেন অভিনেতা। এই ছবিতে মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) সঙ্গে ফের জুটিতে দেখা যাবে দেবকে (Dev)। শুটিং শুরু জুনে। রবিবার লেক ভিউ রোডের অফিসে বাগদেবীর আরাধনার মাঝেই ‘প্রজাপতি ২’ (Prajapati 2) ছবির ঘোষণা করলেন প্রযোজক অতনু রায়চৌধুরী (Atanu RayChaudhuri)। পুজোতে হাজির ছিলেন পরিচালক অভিজিৎ সেন এবং চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়, প্রযোজক শৈবাল বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী প্ৰমুখ। বাঙালির পুজো মানেই জমজমাটি খাওয়াদাওয়া, আর মন খুলে আড্ডা। উৎসহবের মধ্যেই বসন্ত পঞ্চমীর (Vasant Panchami) শুভ মুহূর্তেই নতুন ছবির ঘোষণা করলেন প্রয়োজক।

আরও পড়ুন: হেমলক সোসাইটির ১৩ বছর পর ফেরত আসছে চমক

২৪ -এ দেবের ব্লকবাস্টার ‘খাদান’ দর্শকদের উপহার দিয়েছেন। চলতি বছরের শুরুতে রঘু ডাকাত-এর মুক্তির সময়ও জানিয়ে দিয়েছেন দেব। তবে এখনও আরও এক নতুন গল্প বলা বাকি। সেটা হল প্রজাপতি। এবার সরস্বতী পুজোর দিন সিক্যুয়েলের ঘোষণা করলেন অতনু রায়চৌধুরী। জানা গিয়েছে, চলতি বছরেরই জুন মাসে লন্ডনে মিঠুন চক্রবর্তী এবং দেবকে নিয়ে শুটিং শুরু হবে এই ছবির। আর ডিসেম্বরে বড়দিনে প্রেক্ষাগৃহে আসবে ‘প্রজাপতি ২’।ছবিতে বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিনকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। ‘প্রজাপতি’ সিনেমায়ে বাবা ও ছেলের চরিত্রে দুজনের অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। এবারও তেমনই গল্পের প্রত্যাশায় দর্শকরা। মিঠুন চক্রবর্তী এবং দেবের এই সিক্যুয়েলটি নিশ্চিতভাবেই বক্স অফিসে সফলতা অর্জন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

অন্য খবর দেখুন

Read More

Latest News